Breaking

Thursday, 7 March 2019

Child study / Child psychology online Mock Test।।In Bengali ।।শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব অনলাইন মকটেস্ট ।। বাংলাতে ।। পর্ব -০৩

Child study / Child psychology online Mock Test।।In Bengali ।। For Primary TET Exam ।। শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব অনলাইন মকটেস্ট ।। বাংলাতে ।।  প্রাইমারী টেট  পরীক্ষার  স্পেশাল ।।Child study / Child psychology special MCQ Question & Answers ।। শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর :-

            শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব পর্ব -০৩      

 ● Child Psychology Online Mock Test  ●

হ্যালো স্টুডেন্টস্,    

                  আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো, শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে বাছাই করা ১০ টি MCQ  মডেল প্রশ্ন ও উত্তরের ওপর আজকের অনলাইন মকটেস্ট (বাংলাতে) যেটা প্রাইমারী টেট পরীক্ষার  জন্য  খুবই গুরুত্বপূর্ণ ।  এছাড়াও বিশেষ করে  অন্যান্য যেকোনো ধরণের  প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সকল স্টুডেন্টদেরকে ভীষণভাবে সাহায্য করবে। ।তাই আর দেরী না করে নিচের অনলাইন মকটেস্টটি দিয়ে নিজেকে যাচাই করে নিন; আপনাদের সহযোগিতা সকল স্টুডেন্টদেরকে  প্রস্তুতির জন্য সাহায্য করবে তাই  পোস্টটি শেয়ার করুন । আমাদের প্রশ্নের উত্তরে কোন ভূল থাকলে কমেন্ট বক্সে সঠিক উত্তরের মতামত জানাবেন :-

১● আমি প্রাইমারী টেট পরীক্ষার অনলাইন মকটেস্ট কেন দবো ?

* সঠিকভাবে পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত রাখতে।
* নিজেকে যাচাই করে নিয়ে কোথায় খামতি আছে তা পূরণ করার জন্য।
* বার বার মকটেস্ট দিতে দিতে প্রশ্ন সব ধরণের প্রশ্ন গুলোকে আয়ত্ব করা।
●আমি কেন "স্টাডি এরিয়ার "মকটেস্ট দবো?
* সবথেকে ভালো ও নতুন নতুন প্রশ্ন প্রতিদিন পাওয়ার জন্য ।
* ফ্রেশ / নতুন প্রশ্ন পাওয়ার জন্য ।
* অজানা প্রশ্ন ও উত্তর গুলিকে জানার জন্য ।
◆স্পেশাল শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রাইমারী টেট পরীক্ষার অনলাইন মকটেস্ট নং -42 1. শিক্ষনকে সমৃদ্ধ করা যায় যদি -

 2. শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন ধরনের লেকচার ও ব্যাখ্যা ব্যবহার করেন ।
  শ্রেণীতে নির্দিষ্ট সময় অন্তর যথাযথ পরীক্ষার ব্যবস্থা করা হয় ।
  বাস্তব জগতের বিভিন্ন পরিস্থিতি শ্রেণিতে শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করা যায় যা নিয়ে শিক্ষার্থীরা  নিজেদের মধ্যে আলোচনায় অংশ নিতে পারবেন এবং শিক্ষক শিক্ষিকা তাতে সহায়তা করবেন ।
  শ্রেণিকক্ষে আরও বেশি সংখ্যক শিক্ষন সহায়ক উপকরন হাজির করা যায় ।

 3. মূল্যায়নকে ক্রিয়াশীল ও উৎসহবাঞ্চক করে তোলার জন্য যে বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করতে হবে তা হল -

 4. শিক্ষন ও শিক্ষন সংক্রান্ত সীমার মধ্যে একজন শিক্ষার্থীর শিক্ষাগ্রহন সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা ।
  ফলাফল জানাতে পরিভাষা ব্যবহার করা ।
  বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে তুলনা করা ।
  শিক্ষার্থীদের মেধাবী বা গড়পড়তা হিসাবে চিহ্নিত করা ।

 5. একজন শিক্ষক তার গণতান্ত্রিক মনোভাবের জন্য শিক্ষার্থীদের সমগ্র শ্রেণিকক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসার অনুমতি দেন।কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে বসে আলোচনা করে বা দল বেঁধে পড়ে ।অন্যরা চুপচাপ থাকে ও মনে মনে পড়ে ।একজন অভিভাবক এই অবস্থা পছন্দ করে না । পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে কোনটি শ্রেষ্ঠ পদ্ধতি হিসাবে গৃহীত হবে -

 6. অভিভাবকদের উচিত শিক্ষকের উপর আস্থা রাখা এবং সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করা ।
  অভিভাবকদের উচিত তাদের শিশু সন্তানদের বিদ্যালয় থেকে ছাড়িয়ে নেওয়া ।
  সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে অভিভাবকদের অভিযোগ জানানো দরকার ।
  অভিভাবকদের উচিত তাঁদের শিশু সন্তানদের সেকশন পরিবর্তন এর বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ  করা ।

 7. নিচের কোনটি প্রাথমিক স্তরের একজন শিক্ষক মহাশয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন হিসাবে বিবেচিত হবে -

 8. বিষয়জ্ঞান ও পাঠদানের দক্ষতা ।
  অত্যন্ত উন্নত মানের গুরুগম্ভীর ভাষা ব্যবহারের দ্বারা শিক্ষাদানের ক্ষমতা ।
  শিক্ষাদানের ঔৎসুক‍্য‍ ।
  ধৈর্য ও অধ্যবসায় ।

 9. উদ্দীপ্ত পাঠদানের প্রতীক হিসেবে ধরা হয় -

 10. শিক্ষার্থীদের কাছথেকে প্রশ্ন পাওয়া ।
  শ্রেণিতে সম্পূর্ণ নিচে থাকা ।
  শ্রেণিতে সবচেয়ে বেশি উপস্থিত ।
  শিক্ষকের দেওয়া সংশোধন মূলক কাজ ।

 11. নিচু শ্রেণিতে খেলার মাধ্যমে শিক্ষনের ভিত্তি হল -

 12. উন্নয়ন ও বিকাশের মানসিক নীতি ।
  পাঠদানের সমাজতাত্বিক নীতি ।
  শারীরশিক্ষার নীতি ।
  শিক্ষন পদ্ধতির নীতি ।

 13. শিক্ষার ক্ষেত্রে curriculum বলতে বোঝায় -

 14. মূল্যায়ন পদ্ধতি ।
  শ্রেণিতে ব্যবহার্য পাঠ্যাংশ ।
  কি পড়ানো হবে এবং কেমন ভাবে পড়ানো হবে ।
  প্রতিদিন শিক্ষার্থী বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচির যা যা প্রত্যক্ষ করে ।

 15. একজন শিক্ষার্থী তাঁর দক্ষতা বুঝতে চেষ্টা করবেন ।নিচের কোন মাধ্যম এর সাথে সম্পর্কিত -

 16. মিডিয়া সাইকোলজি ।
  শিক্ষাশ্রয়ী সাইকোলজি ।
  শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা ।
  সামাজিক দর্শন ।

 17. কৃত্তিকা নিজেদের বাড়িতে বিশেষ কথা বলে না ,কিন্তু বিদ্যালয়ে প্রচুর কথা বলে ।এর থেকে কি বোঝা যায় -

 18. সে তার বাড়ি পছন্দ করে না ।
  বিদ্যালয়ে তাঁর চিন্তাভাবনাকে গুরুত্বদান করা হয় ।
  বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রচুর কথা বলার সুযোগ দেওয়া হয়।
  শিক্ষকরা মনে করেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রচুর কথা বলতে দেওয়া উচিত ?

 19. শিক্ষক - শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল -

 20. শিক্ষনের কাজ সংগঠিত করা ।
  শ্রেণিতে বক্তৃতা দান করা ।
  ছেলেমেয়েদের যত্ন নেওয়া ।
  শিক্ষার্থীদের মূল্যায়ন।■মক টেস্টটি দেওয়া  হয়ে  গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন:-1-C, 2-A, 3-A, 4-D, 5-D, 6-B, 7-A, 8-B, 9-B, 10-B,

No comments:

Post a comment