ইন্ডিয়ান কনস্টিটিউসান থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি MCQ প্রশ্ন ও উত্তর ।। ভারতীয় সংবিধান থেকে বাছাই করা ৫০ টি MCQ প্রশ্ন ও উত্তর PDF ফাইল সহ :-
সংবিধান পর্ব -০১
Hello,
বন্ধুরা আপনারা এখানে পাবেন ভারতীয় সংবিধান থেকে গুুরুত্বপূর্ণ ৫০ টি MCQ প্রশ্ন ও উত্তর , PDF ফাইল সহ এই প্রশ্ন গুলি আসন্ন যেকোন ধরণের প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।।নিচে আলোচনা করা হলো 50 টি MCQ প্রশ্ন উত্তর:-
ভারতীয় সংবিধান
১◆ সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে কত নম্বর ধারায় -
উঃ:-৩৬৮ নম্বর ধারা।
২◆ ভারতের প্রথম সংবিধান সংশোধন করা হয় কোন বছর -
উঃ-১৯৫১ সালে।
৩◆ জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর কোন বছর -
উঃ:-১৯৫৭ সালের ২৬ জানুয়ারী।
৪◆ কাশ্মীর চুক্তি যে সালে হয়েছিল -
উঃ:-১৯৭৫ সালে।
৫◆ ৩৭০ নম্বর ধারা প্রযোজ্য হয় কোথায় -
উঃ:-জম্মু ও কাশ্মীরে।
৬◆ জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় কোন সালের কোন দিন -
উঃ:-১৯৪৭ সালের ২৬ অক্টবর।
৭◆ জম্মু ও কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা কার্যকর হয় কোন বছর -
উঃ:-১৯৫২ সালের ২৬ জানুয়ারী।
৮◆ বর্তমান ভারতে সংবিধানের তফশীল সংখ্যা -
উঃ:-১২ টি।
৯◆ সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধোন করা হয়েছে -
উঃ:-১ বার ।
১০◆ সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে কোনো ব্যাক্তি ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন জানাতে পারেন -
উঃ:- ৫বছর।
১১◆ বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি -
উঃ:-৬ টি।
১২◆ সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে কত নম্বর ধারায়-
উঃ:-৩২ নম্বর ধারা।
১৩◆ ব্যাক্তিত্ব স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নাগরিকরা কার কাছে যাবেন -
উঃ:- সুর্পীমকোর্ট।
১৪◆ কোন বছর সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয় দেওয়া হয় -
উঃ:-১৯৭৮ সালে।
১৫◆কোন বছর ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয় -
উঃ:-১৯৭৬ সালে।
১৬◆ সংবিধানের কোন নীতিতে কল্যানকর রাষ্ট্রের ধারনার উল্লেখকরা হয়েছে -
উঃ:-নির্দেশনা মূলক নীতিতে।
১৭◆ রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়া যায় কত বছর বয়সে-
উঃ:-৩৫ বছর।
১৮◆ জরুরী অবস্থা জারি করার ক্ষমতা আছে শুধুমাত্র কার -
উঃ:-রাষ্ট্রপতির।
১৯◆ কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি লোকসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন -
উঃ:-২জন।
২০◆ সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার উল্লেখ আছে -
উঃ:-৩ প্রকার ।
২১◆ আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি হয়েছে -
উঃ:- ৩ বার।
২২◆আজ পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি হয়েছে -
উঃ:- ১ বারও না।
২৩◆ রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতির কথা বলা হয়েছে কত নম্বর ধারায় -
উঃ:- ৬১ নম্বর ধারা।
২৪◆ জাতীয় জরুরী অবস্থার কথা বলা হয় কত নম্বর ধারায় -
উঃ:- ৩৫২ নম্বর ধারায়।
২৫◆ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর - উঃ:- ৫ বছর।
২৬◆ রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে তাঁর দায়ভার কাকে নিতে হয় -
উঃ:- উপরাষ্ট্রপতি।
২৭◆ রাজ্যসভার চেয়ারম্যান কে কী বলা হয় -
উঃ:- উপরাষ্ট্রপতি।
২৮◆ সর্বপ্রথম জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছিল -
উঃ:- ১৯৬৫ সালে।
২৯◆ যেকোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য -
উঃ:-৬ মাস।
৩০◆ একজন প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেননি -
উঃ:- চৌধুরী চরন সিং।
৩১◆ রাজ্যসভার সর্বোচ্চ সদস্যের সংখ্যা কত জন -
উঃ:-২৫০ জন।
৩২◆ রাজ্যসভার সদস্যরা মোট কত বছরের জন্য নির্বাচিত হন -
উঃ:-৬ বছর।
৩৩◆ কে লোকসভা ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন -
উঃ:- রাস্ট্রপতি।
৩৪◆ কোন অর্থবিল বিল শুধুমাত্র কোন কক্ষে উপস্হাপন করা হয় -
উঃ:- লোকসভায় ।
৩৫◆ কোন বিল সংসদে পেশ রাষ্ট্রপতির অনুমোদন হয় না -
উঃ:- অর্থবিল।
৩৬◆ লোকসভার সর্বপ্রথম স্পীকার নির্বাচিত ছিলেন -
উঃ:- জি ভি মাভালাঙ্কার।
৩৭◆ লোকসভা পরিচালনার দায়ভার থাকে কার উপর -
উঃ:- লোকসভার স্পীকার।
৩৮◆ সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর পর্যন্ত পদে বহাল থাকেন -
উঃ:- ৬৫ বছর।
৩৯◆ কে রাজ্যের কার্য নির্বাহকএর প্রধান দায়ভার গ্রহণ করেন-
উঃ:- রাজ্যপাল।
৪০◆ রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার নিকট দায়বদ্ধ থাকেন -
উঃ:- রাষ্ট্রপতি।
৪১◆ ভারতের নির্বাচন ব্যাবস্থা মূলত কোন দেশের অনুকরণে তৈরি -
উঃ:- ব্রিটেন।
৪২◆ নির্বাচনী আইন অনুসারে ভোট গ্রহনের কত দিন আগে ভোট প্রচার বন্ধ করতে হয় -
উঃ:- ২ দিন।
৪৩◆ পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নির্ঘন্ট ঠিক করেন -
উঃ:- রাজ্য সরকার ।
৪৪◆ ভারতের প্রথম প্রধান বিচারপতি পদে বহাল ছিলেন -
উঃ:- হিরালাল জে কানিয়া।
৪৫◆ ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়োগ নিয়োগ করেছিলেন -
উঃ:- গভর্নর জেনারেল।
৪৬◆ যে রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয় -
উঃ:- পাঞ্জাব।
৪৭◆কোন বছর প্রথম লোকসভা নির্বাচন হয় -
উঃ:- ১৯৫২ সালে।
৪৮◆ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন বছর -
উঃ:- ১৯৬৪ সালে।
৪৯◆ "Right to Information Act "প্রথম চালু হয়-
উঃ:- ২০০৫ সালে।
৫০◆ ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন -
উঃ:- সচ্চিদানন্দ সিনহা।
File Details:
File Name: Indian constitution MCQ Part -1File Format: PDF
File Size: 756 kb
Khub helpful
ReplyDelete